নাটোরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ৩
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১
নাটোর: নাটোরের গুরুদাসপুরে হারেজ প্রামানিক (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ সময় তার বৃদ্ধা স্ত্রী হলেদা বেগমকে কুপিয়ে জখম করে তারা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ হারেজ বৃ-চাপিলা এলাকার বাসিন্দা।
আটকরা তিন ডাকাতের নাম- মাসুদ, সুমন ও মনির।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হারেজ আলী। এ সুযোগে মঙ্গলবার ভোর ৫টার দিকে হারেস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। এসময় বৃদ্ধ হারেস উদ্দিন ও তার বৃদ্ধা স্ত্রী হলেদা বেগম তাদের বাঁধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। ডকাতদের ধারালো অস্ত্রের আঘাতে হারেস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান, এতে আহত হন বৃদ্ধা হলেদা বেগম।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতনদের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। এছাড়া তিন ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
সারাবাংলা/ইআ