রাতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের লড়াই
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯
গত বছরই ঘোষণা করা হয়েছিল, ২০২৪-২৫ মৌসুম থেকে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ হবে নতুন ফরম্যাটে। নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল কয়েকদিন আগে। চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই মাঠে গড়াচ্ছে আজ রাতে। প্রথম লেগের ম্যাচে আজ মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি বড় ক্লাবও।
রাতের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ১০.৪৫ মিনিটে মাঠে নামবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। একই সময়ে মাঠে নামবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ও সুইজারল্যান্ডের চমক জাগানো ক্লাব ইয়ং বয়েস। ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরছে ভিলা।
রাত ১টায় ঘরের মাঠে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে। অন্য ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব।
একই সময়ে পর্তুগালের স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে ফরাসি ক্লাব লিল। রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব লিভারপুল ও ইতালিয়ান ক্লাব এসি মিলান।
সারাবাংলা/এফএম