দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪
ঢাকা: সারাদেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবারের (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ঢাকার আরিচায় ১৮৯ মিলিমিটার। এছাড়াও ঢাকায় ১৩৮, ফরিদপুরে ১৩০, বাঘাবাড়ি ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সারাবাংলা/এমও