শাহরিয়ার কবির গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯
ঢাকা: একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বনানী থানার ওসি রাসেল সারোয়ার এতথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম-মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।
এছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি।
সারাবাংলা/ইউজে/এমও