Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৭

কুড়িগ্রাম: জেলার রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রৌমারী উপজেলার ফনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ওই যুবক।

মৃত শাহা আলম (১৮) গাজীপুরের সখীপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহা আলম ও তার মামাতো ভাই সজীবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, মৃত শাহা আলম ও তার মামাতো ভাই গতকাল বাড়ির পাশে হলহলিয়া নদীতে গোসল করতে যায়। পরে দু’জন নদীতে ডুবে গেলে সজীবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে সোমবার বিকেলে শাহ আলমের মরদেহ উদ্ধার করে।

রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা গতকাল থেকে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে আজ মরদেহ উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

উদ্ধার কুড়িগ্রাম মরদেহ যুবক নিখোঁজ রৌমারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর