সাবেক এমপি এনামুল হক গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪
ঢাকা: রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক।
সারাবাংলা/জিএস/পিটিএম