Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে নিজ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৪

রাজশাহী: রাজশাহীতে এক নারীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া গোরস্থানের পাশে তার নিজ ঘরে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ওই বৃদ্ধা নাম শ্রী রাণী (৬০)। তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রাণী স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন। তার ছেলে-মেয়ে আপনজন বলতে কেউ ছিল না।

বিজ্ঞাপন

প্রতিবেশিরা জানান, রাণী এলাকাতে সাধারণভাবে বসবাস করতেন। তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না। সকাল ৭টায় কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায় রাণীকে। পরে পুলিশে খবর দিলে মরাদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল এরই মধ্যে পুলিশ কমিশনার পরিদর্শন করে গিয়েছেন। আমারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছি। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সারাবাংলা/ইআ

গলাকাটা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর