সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫
১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৫
ঢাকা: সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান আসাদুজ্জামান নূর ২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও নূর সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতিমন্ত্রী হয়েছিলেন।
সারাবাংলা/ইউজে/এমও