Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র আন্দোলনে হামলা-গুলি, ‘নির্দেশদাতা’ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ফকিরাপুল থেকে মাজহারুলকে গ্রেফতার করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার মাজহারুল ইসলাম মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে রাজধানীর ফকিরাপুল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সারাবাংলা/ইউজে/টিআর

কিশোরগঞ্জ গ্রেফতার টপ নিউজ দানাপাটুলি ইউনিয়ন পরিষদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাজহারুল ইসলাম মাসুদ র‍্যাব

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর