Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলাবদ্ধতা কমাতে সব প্রতিষ্ঠানের সমন্বয় চান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা কমাতে সব সরকারি প্রতিষ্ঠানের সমন্বয় চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে জলাবদ্ধতা, ডেঙ্গু পরিস্থিতি ও সার্বিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

শুধু প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না জানিয়ে এ এফ হাসান আরিফ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে চলমান চারটি প্রকল্প দ্রুত শেষ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। জলাবদ্ধতা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবগুলো সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব না। এজন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। জনগণকে সচেতন করতেও কার্যক্রম গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জলাবদ্ধতা নিরসন চট্টগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নতি জড়িত। এজন্য চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাগুলোকে ইগো ত্যাগ করে জনস্বার্থে সমন্বয় করে কাজ করতে হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, ‘ডেঙ্গু থেকে জনগণকে বাঁচাতে চসিকের স্বাস্থ্য বিভাগকে ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কীট এবং হঠাৎ করে রোগীর চাপ দেখা দিলে রোগীদের চিকিৎসা প্রদানের বিষয়ে প্রস্তুতি নিতে হবে।’

সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, চট্টগ্রাম সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

উপদেষ্টা জলাবদ্ধতা টপ নিউজ সমন্বয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর