Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে সারাদেশে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১১

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামীকাল (রোববার) সারাদেশে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রমের আওতায় সাশ্রয়ী মূল্যে সারাদেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্য তেল ও মসুর ডালসহ তিনটি পণ্য দেওয়া হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার থেকে সারোদেশে এক কোটি পরিবার সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দামে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দামে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারের নিকট থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্য তেল ও ডাল) কিনতে পারবেন।

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ টিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর