Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৫

দিনাজপুর: হিলি স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন আমদানি-রফতানিকারক গ্রুপের কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি হিসেবে সাখাওয়াত হোসেন শিল্পী ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হিলি আমদানি-রফতানিকারক গ্রুপের নিজ কার্যালয়ে সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

এসময় হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর