Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ২৪ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭

যশোর: যশোরে আগামী ২৪ ঘণ্টা আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্ন চাপ হিসাবে যশোর অতিক্রম করে পশ্চিম বঙ্গের দিকে দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যশোরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত কখনো ভারী এবং কখনো অতি হালকা বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার আবহাওয়া অফিস ফোনে জানিয়েছে নিম্নচাপটি অতিক্রম করার পর যশোরে আরো ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী ২৪ ঘণ্টা হালকা বৃষ্টিপাত হবে। গত দুইদিন যাবত সাগরপ সৃষ্ট নিম্নচাপের কারণে যশোরসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে দুইদিনের বৃষ্টি পাতে যশোর শহরের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
অনেক জায়গায় ঘরবাড়িতে পানি ঢুকেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সারাবাংলা/ইআ

বৃষ্টিপাত যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর