Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১২

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে সাফি মুদ্দাসসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতার করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলেও জানান এসপি আহম্মদ মুঈদ।

সারাবাংলা/ইউজে/ইআ

আসাদুজ্জামান খাঁন কামাল সাফি মুদ্দাসসির খান