Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ ভাই

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫

ঢাকা: রাজধানীর মুগদা মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল বেচা-কেনা নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আশিক এলাহী শাকিল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আশিক পারভেজ সুজন (৩৮) ও আশিক শামস (২৪) নামের দুইভাই। তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় মারামারির এ ঘটনা ঘটে। স্বজনরা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশিক এলাহী শাকিলকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

আহত নিহতদের বাবা মো. ওমর ফারুক জানান, তাদের বাসা উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায়। সেখানে তাদের গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে। রাতে তাদের দোকানের এক কর্মচারীকে মারধর করা হয়। তখন তিন ভাই কাজীবাড়ি মসজিদ এলাকায় গেলে তাদের ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে এলে এক ভাই মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, মুগদা থেকে ছুরিকাঘাতে আহত তিন ভাইকে হাসপাতালে নিয়ে এলে এক ভাই মারা যান। আহত দুই ভাই জরুরি বিভাগে চিকিৎসাধীন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয়–বিক্রয় নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে, এতে তিনজন আহত হয়। তাদের মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় লোকজন। সেখানে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।

সারাবাংলা/এসএসআর/ইআ

ছুরিকাঘাতে নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর