Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আশরাফ আলী (৪৭) নামে ওই পুলিশ সদস্য ট্রাফিক ওয়ারী বিভাগের কর্মরত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলীজ হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এসআই) মো. মাসুদ আলম জানান, জনপদ মোড়ে ট্রাফিক ডিউটি করছিলেন আশরাফ আলী। এ সময় পেছন থেকে দুর্বৃত্ত তার পিঠে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার সহকর্মীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ছুরিকাঘাতে আহত ট্রাফিক পুলিশ যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর