কোনো বল না হয়েই পরিত্যক্ত নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট!
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:১২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৬
আফগানিস্তান-নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্টের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছিল ভারতের গ্রেটার নয়ডাকে। তবে এই টেস্টে হতে পারেনি একটি বলও! টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। ২৬ বছর পর একটি বল হওয়া ছাড়াই পরিত্যক্ত হলো কোন টেস্ট ম্যাচ।
নিরপেক্ষ ভেন্যু হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই টেস্ট ম্যাচের জন্য বেছে নিয়েছিল ভারতের গ্রেটার নয়ডাকে। কিন্তু ম্যাচের প্রথম দিন থেকেই বৃষ্টি হানা দিয়েছে। অতিবৃষ্টির কারণে আউটফিল্ডও বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। নানা উপায়ে চেষ্টা করলেও মাঠকে খেলার উপযোগী করে তুলতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। নিম্নমানের প্রযুক্তি নিয়ে মাঠ সংস্কারের কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও শুনতে হয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষকে।
প্রথম চারদিন বারবার আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন। এমনকি এই ম্যাচে টসও হতে পারেনি! আজ ছিল ম্যাচের শেষ দিন। ৫ম দিনের শুরুতেই দুই আম্পায়ার মাঠ পরিদর্শন শেষে ঘোষণা দেন, এই ম্যাচে আর কোনো বল মাঠে গড়াবে না।
আম্পায়ারদের ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণাতেই ইতিহাস গড়ল নয়ডা টেস্ট। ২৬ বছর পর কোনো বল হওয়া ছাড়াই পরিত্যক্ত হলো টেস্ট ম্যাচ। সবশেষ ১৯৯৮ সালে ডানেডিনে ভারত-নিউজিল্যান্ড টেস্ট পরিত্যক্ত হয়েছিল কোনো বল হওয়া ছাড়াই। টেস্ট ইতিহাসে একটি বল হওয়া ছাড়াই ম্যাচ পরিত্যক্ত হওয়ার এটি ৮ম ঘটনা।
সারাবাংলা/এফএম