মেসির মতো হওয়া অসম্ভব: ইয়ামাল
১৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৬
মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। লামিন ইয়ামালের মাঝে অনেকে খুঁজে পাচ্ছেন লিওনেল মেসির ছায়াও। বার্সা সমর্থকদের অনেকে বলছেন, ইয়ামালই হবেন বার্সার ভবিষ্যৎ ‘মেসি’। তবে স্প্যানিশ টিভি অ্যান্টেনা থ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলছেন, মেসির মতো হওয়া রীতিমত অসম্ভব ব্যাপার।
স্পেনের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ইউরো শিরোপা জিতেছেন ইয়ামাল। বার্সার হয়েও চোখ ধাঁধানো পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা তিনি, সবচেয়ে কম বয়সে ইউরো খেলার রেকর্ডও ইয়ামালের দখলে। বিশেষ করে তার খেলার ধরন দেখে অনেকেই বলছেন, বার্সা তাদের নতুন মেসি খুঁজে পেয়েছে।
ইয়ামাল অবশ্য মেসিকে ছোঁয়ার কল্পনাও করছেন না, ‘ইতিহাসের সেরা ফুটবলারের সাথে তুলনা হওয়াটা দারুণ ব্যাপার। তবে আমি নিজের মতোই হতে চাই। মেসির মতো হওয়া আসলে অসম্ভব ব্যাপার।’
ইউরো চলার সময় ২০০৭ সালে তোলা মেসি ও শিশু ইয়ামালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবি নিয়ে ইয়ামাল খানিকটা মজা করেই বলছেন, মেসি হয়তো নিজের প্রতিভার খানিকটা তাকে দিয়ে গেছেন, ‘মেসি মনে হয় তার কিছু প্রতিভা আমাকেও দিয়ে গেছেন! তবে আমাকে অনেক পরিশ্রম করতে হবে।’
অনেক ক্লাব থেকে মোটা অংকের প্রস্তাব পেলেও বার্সাতেই থেকে যেতে চান ইয়ামাল, ‘আমি বড় অংকের ট্রান্সফার ফি চাই না কারণ আমি বার্সা ছাড়তে চাই না। আশা করি আমি কখনোই বার্সা ছেড়ে যাবো না। আমি এই ক্লাবের একজন কিংবদন্তি হতে চাই।’
সারাবাংলা/এফএম