Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৬

ঢাকা: রাজধানীর বিমানবন্দরে যাত্রীবাহী বাসচাপায় নাজমুন নাহার হ্যাপী (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় পথচারীরা ওই নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিবিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বুধবার রাতে বিমানবন্দর গোলচত্বরে রাস্তা পার হচ্ছিল। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহণের একটি গাড়ির তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা ওই নারীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসআই জানান, ঘটনার পর পরই বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালক রাজুকে (৩২) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে ওই নারীর কোনো আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। তার কাছে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে। সেখান থেকে জানা গেছে, ও নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার বটতলা চক্ষু হাসপাতালের পাশে। বর্তমানে তিনি দক্ষিণখান আশকোনা এলাকায় থাকতেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নারী নিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর