Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির নতুন উপউপাচার্য অধ্যাপক মামুন

ঢাবি করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপউপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানানো হয়েছে। আগামীব চার বছরের জন্য রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন এই পদে নিয়োগ দেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, উপউপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন।

এতে বলা হয়, এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বিএনপিপন্থি শিক্ষক হিসেবে পরিচিত। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

উপ-উপাচার্য টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর