বরিশালে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫
বরিশাল: জেলার আগৈলঝাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রথবাড়ি পাকুরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরনদী উপজেলার শাওরা এলাকার আব্দুল জব্বার শরীফের ছেলে অটোরিকশার চালক হেলাল শরীফ (৪৩) ও খাজুরিয়া এলাকার বাসিন্দা মৃত সেকেলউদ্দিনের ছেলে নূর হোসেন কাজী (৬০)। নূর হোসেন পোলট্রি খামারি ছিলেন।
ঘটনাস্থলে থেকে উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সরকার বলেন, ‘গৌরনদী থেকে একদিন বয়সী মুরগীর বাচ্চা নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন নূর হোসেন। আর আগৈলঝাড়ার পয়সার হাট থেকে চাল নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে রথ খোলা পাকুরিয়ার পাড় এলাকায় পৌঁছুলে ট্রাকটি মুরগীর বাচ্চা বোঝাই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তখন দুটি যানবাহনই রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী নিহত হন। তবে এ ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।’
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/পিটিএম