Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দুঃসময় যেন কাটছেই না। টানা ৪ ম্যাচ জয়ের দেখা না পাওয়া ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও পরের ম্যাচেই পয়েন্ট তালিকার তনালিতে থাকা প্যারাগুয়ের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে। এমন সময়ে ব্রাজিল দলের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, দ্রুতই ঘুরে দাঁড়াবে ব্রাজিল।

লাতিন অঞ্চলের বাছাইপর্বে শুরু থেকেই ধুঁকছে ব্রাজিল। এই মুহূর্তে পয়েন্ট তালিকার ৫ম স্থানে আছে ব্রাজিল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১০। লাতিন অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। ৭ম দলকে খেলতে হবে প্লে-অফ।

বিজ্ঞাপন

ব্রাজিল দলের এমন হতশ্রী দশার মাঝে ভিনিসিয়াস বলছেন, সমর্থকের জন্য খারাপ লাগছে তার, ‘আমরা সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। তারা সবসময় আমাদের পাশে থেকেছেন। কিন্তু এখন দল কঠিন সময় পার করছে। আমরা দ্রুতই উন্নতির চেষ্টা করছি। আমি জানি এই দলটার অনেক প্রতিভা রয়েছে। আত্মবিশ্বাস না থাকলে আসলে ভালো খেলা কিংবা গোল পাওয়া কোনটাই সম্ভব হয় না। আমরা জানি আমরা উন্নতি করতে পারব। আমরা আমাদের দায়িত্বটা বুঝি।’

নিজেদের ইতিহাসে কখনোই বিশ্বকাপ মিস না করা ব্রাজিলের সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েই জেগেছে শঙ্কা। ভিনিসিয়াস বলছেন, ব্রাজিলকে এই বিপদ থেকে উদ্ধার করে বিশ্বকাপে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য, ‘আমরা জানি ব্রাজিল কঠিন বিপদের মাঝে পড়েছে। আমরা যেকোনো মূল্যে দলকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে চাই। আমাদের এসব নিয়ে ভাবতে হবে। আমাদের আর পয়েন্ট হারানোর সুযোগ নেই। যত দ্রুত সম্ভব আমাদের ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলকে আবারও শীর্ষে ফেরাতে হবে।’

বিজ্ঞাপন

বাছাইপর্বের পরবর্তী ম্যাচে ১১ অক্টোবর চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

সারাবাংলা/এফএম

ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর