খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৩
১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৩
খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড লেড কার্তুজসহ এক ইউপিডিএফ কর্মীকে আটক করেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার গুলছড়ি এলাকার কেয়াংঘর পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুজন চাকমা (৪৫)। তিনি উপজেলার কবাখালী ইউনিয়নের তারা বুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমার ছেলে ও ইউপিডিএফ কর্মী।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজন চাকমার কাছে অবৈধ অস্ত্র ছিল। যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে।
সারাবাংলা/ইআ