Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কারের দায়িত্ব দিয়ে দর্শকের গ্যালারিতে চলে যাবেন না: ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৯

জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ছয়টি খাতের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। তবে এর সঙ্গে সঙ্গে জনসাধারণ সবাইকেও যার যার জায়গা থেকে সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ড. ইউনূস বলেন, আমরা সংস্কার চাই। আমাদের একান্ত অনুরোধ, আমাদের ওপর যে সংস্কারের গুরুদায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে সংস্কার করব। এটা আমাদের সবার দায়িত্ব।

বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের এক মাসের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। প্রত্যয় জানান সামনের দিকে এগিয়ে যাওয়ার।

আরও পড়ুন- ৬ খাতের সংস্কারে ছয় কমিশন, নেতৃত্বে বিশিষ্ট নাগরিকরা

ভাষণে সবাইকে যার যার জায়গা থেকে সংস্কারে অবদান রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটি জাতির সংস্কার কেবল সরকারের সংস্কার হলে হয় না। আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায় সংস্কার আনুন। ব্যবসায়ী গোষ্ঠিরা তাদের নিজ নিজ সমিতির মাধ্যমে সংস্কার আনুন। সমিতিতে সংস্কার আনুন। নতুন করে সমিতির গঠনতন্ত্র সংশোধন করুন।

তিনি বলেন, আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন। আপনি প্রতিষ্ঠানপ্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। আমি একে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এই সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই। এই যাত্রা আমাদের পৃথিবীর একটি সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করুক— এটাই আমাদের সবার কাম্য।

বিজ্ঞাপন

সংস্কারের কাজে সবার কাছ থেকে উৎসাহ পাচ্ছেন উল্লেখ করে ড. ইউনূস বলেন, বিগত মাসে আমি বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে বসেছি। তাদের সঙ্গে মতামত বিনিময় করেছি। তারা আমাদের উৎসাহিত করেছেন। ছাত্র, শ্রমিক জনতার বিপ্লবের লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়েছেন। সংস্কারের কাজে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, আমি দেশের বিশিষ্ট সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছি। তারাও সংস্কারের কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার পরামর্শ নিয়ে এখন আমাদের অগ্রসর হওয়ার পালা। আমি বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। তাদের কাছে আমাদের সরকারের লক্ষ্যগুলি ব্যাখ্যা করেছি। তারাও আমাদের লক্ষের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

আরও পড়ুন-

‘গণমাধ্যম স্বাধীন, মন খুলে সমালোচনা করুন’

বন্যায় পুনর্বাসন সফল করতে সবার সহায়তা কামনা

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট নয়, কেউ আইন হাতে তুলে নেবেন না’

সারাবাংলা/টিআর

জাতির উদ্দেশে ভাষণ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর