Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ৭ জনের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪১

ময়মনসিংহ: ব্যক্তিগত কারণ দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ৭ জন পদত্যাগ করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজের সচিব মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পট পরিবর্তনের পর সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।’

পদত্যাগকৃতরা হলেন, কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল কাদের, উপাধ্যক্ষ ডা. তারেকুল ইসলাম, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান ছোটন, মাইক্রো বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া হক, ছাত্র হোস্টেল সুপার ডা. আব্দুস সাত্তার ভূইয়া ও ছাত্রী হোস্টেলের সহকারী হোস্টেল সুপার ডা. রুবিনা ইয়াসমিন।

তাদের পদত্যাগে কলেজের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘কলেজের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছেন। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ করলে সব কার্যক্রম আরও ভালভাবে চলবে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ডা. আব্দুল কাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এরপর বিধি অনুযায়ী অবসেরে গেলে ২০২৪ সালের জানুয়ারিতে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। গত ২২ আগস্ট তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

ডা. তারেকুল ইসলামও ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। অধ্যক্ষের পদত্যাগের পর ২৪ আগস্ট তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৫ সেপ্টেম্বর পর্যন্ত একে একে পদত্যাগ করেন ডা. সাইফুল ইসলাম, ডা. ওয়াহিদুর রহমান ছোটন, ডা. নাজিয়া হক, ডা. আব্দুস সাত্তার ভূইয়া ও ডা. রুবিনা ইয়াসমিন।

বিজ্ঞাপন

উপাধ্যক্ষ ডা. তারেকুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গাসহ প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাকে কেউ পদত্যাগ করতে বলেনি। তবে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পদত্যাগ করেছি।’

সারাবাংলা/এমও

ময়মনসিংহ মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর