ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি ও আ.লীগ নেতা গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৩
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৩
ঢাকা: অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা দু’জনেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
গ্রেফতারকৃত দু’জনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় রুজু করা দু’টি পৃথক হত্যা মামলার এজারনামীয় আসামি।
সারাবাংলা/ইউজে/এমও