Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজি হেলথের অপসারণসহ ৮ দাবি ‘বৈষম্যের শিকার’ স্বাস্থ্য কর্মীদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৫

৮ দাবিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন বৈষম্যের শিকার স্বাস্থ্য কর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে থাকা স্বাস্থ্য কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সদের একটি পক্ষ। তারা সরকারের কাছে আট দফা সুপারিশও তুলে ধরেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে ডা. সজীব সরকার শহিদ হয়েছেন। অনেক শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্য কর্মী আহত হয়েছেন। কিছু চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্য কর্মী গ্রেফতারও হয়েছেন। অনেকেই ফ্যাসিস্ট সরকারের ভয়ে নিরাপদে থাকতে পারেননি। সব প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা ছাত্রদের আন্দোলনে অংশ নিয়েছেন এবং চিকিৎসা সেবা দিয়েছেন।

‘বৈষম্যের শিকার’ স্বাস্থ্য কর্মীরা অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরে স্থবিরতা বিরাজ করছে। এর কারণ হিসেবে উঠে এসেছে পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন ও বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের প্রতি পুনরায় বৈষম্য ও হয়রানির ঘটনা। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা দিতে বাধা দিয়েছে। লাশের সংখ্যা গোপন করেছে। এ কারণে অসংখ্য ছাত্র জনতার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করতে হয়েছে।

সংবাদ সম্মেলনে সুনির্দিষ্টভাবে আট দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো—

১. স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমীন ও পরিচালক (প্রশাসন) ডা. ফজলে রাব্বি এবং অন্যান্য সুবিধাপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে;

বিজ্ঞাপন

২. যারা আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দিতে অস্বীকার করেছে, তাদের তালিকা প্রণয়ন করে বিএমডিসির নিবন্ধন বাতিল করতে হবে। শান্তি সমাবেশে যোগদানকারী ও ফ্যাসিবাদের দোসর সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে পদ থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে;

৩. বৈষম্যের শিকার সব চিকিৎসক ও কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিয়ে বৈষম্য দূর করতে হবে। পদোন্নতির ব্যবস্থা দ্রুত করা হলে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানো সম্ভব হবে;

৪. মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং দুর্নীতি সম্পর্কিত একটি শ্বেতপত্র প্রকাশ করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে;

৫. মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, নার্সিং কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসরদের সরিয়ে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়ন করতে হবে;

৬. প্রতিবাদকারী চিকিৎসকদের হয়রানিমূলক বদলি আদেশ বাতিল করতে হবে এবং ভবিষ্যতে বৈষম্যের শিকার চিকিৎসকদের হয়রানিমূলক বদলি না করতে হবে;

৭. স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল কমিটি বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠন করতে হবে; এবং

৮. স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট ও সেবক-সেবিকাদের মধ্যে যাদের হয়রানি ও নির্যাতনমূলক বদলি এবং পদোন্নতিবঞ্চিত করা হয়েছে, তাদের অবিলম্বে পদায়ন করতে হবে।

সারাবাংলা/এসবি/টিআর

৮ দফা দাবি ডিজি হেলথ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর