শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী আটক
১০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী আটক হয়েছেন। শেখ হাসিনা টানা ১৬ বছরের শাসনামল জুড়েই তিনি এ পদে নিযুক্ত ছিলেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্র জানিয়েছে, জুলাই-আগস্ট আন্দোলনে প্রাণহানির ঘটনায় ঢাকায় যেসব হত্যা মামলা হয়েছে, তার মধ্যে একাধিক মামলায় তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার দেখানো হতে পারে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। শেখ হাসিনা টানা মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় তিনিও একই পদে বহাল ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
সারাবাংলা/ইউজে/টিআর
জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা