রাবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ
১০ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০২
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, এ দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলগুলোর বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে। আবাসিকতার অনুমতিবিহীন শিক্ষার্থীদের রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে হলে আবাসিকতা দেওয়া হবে। আলোচনায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত হয়।
সারাবাংলা/এনইউ