Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৮

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৩

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১৮ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সূত্রপাত হয় সংঘর্ষের। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে আহতদের শরীরে লাঠি ও ইটের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত কেউ নেই।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী বদিউজ্জামান বাদল বলেন, সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও এসেছিলেন। সেখানে কথা-কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামান্য মারধর করা হয়। বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা করা হয়। কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি মেনে নেননি। পরে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এসে জড়ো হন। তারপর ঢাকা কলেজে হামলার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের অনেকেই আহত হন।

ঘটনা সম্পর্কে আইডিয়াল কলেজের কোনো শিক্ষার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে আহত কয়েকজন শিক্ষার্থীর নাম পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলেন— অভি (১৮), মুসা (২৫), আব্দুল্লাহ (১৮), সিয়াম (১৮), বাঁধন (১৭), আব্দুল্লাহ (১৭), তৌহিদুর রহমান (১৭), সামির (১৭), বখতিয়ার (১৭) ও শামীম (১৭)।

বিজ্ঞাপন

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উসাইব (১৮), তানভির (২০) ও সিয়াম (১৭) আহত হয়েছেন। এ ছাড়া ইটের আঘাতে আহত হয়েছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত (১৮)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সারাবাংলা/ইউজে/এসএসআর/এনইউ

আইডিয়াল কলেজ আহত টপ নিউজ ঢাকা কলেজ শিক্ষার্থী সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর