Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল: দরিভাল

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫০

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। এরপর ২০ বছর পেরিয়ে গেলেও ফাইনালে উঠতে পারেনি সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও খুব একটা সুবিধা করতে পারছেন না তারা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, সব বাধা পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল!

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে রীতিমত ধুঁকছে ব্রাজিল। টানা ৪ ম্যাচে জয়হীন থাকার পর গত ম্যাচে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে দরিভালের দল। তবে এই জয়ের পরেও লাতিন আমেরিকার বাছাইপর্বের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সরাসরি বিশ্বকাপ খেলা নিয়েও রয়েছে সংশয়।

বিজ্ঞাপন

দরিভাল অবশ্য সব শঙ্কা উড়িয়ে দিয়ে জানালেন, ২০২৬ শুধু বিশ্বকাপে খেলবেই না ব্রাজিল, যাবে ফাইনালেও, ‘আমার কোন সংশয়ই নেই যে ব্রাজিল আবার লড়াকু দল হয়ে উঠবে। আমরা আগামী বিশ্বকাপের ফাইনালেও যাবো। না গেলে আমি এটার জন্য দায়বদ্ধ থাকব।’

দল হিসেবে নিজেদের আরও গুছিয়ে নেওয়ার কথাও জানালেন দরিভাল, ‘দল হিসেবে আমরা এখনো গুছিয়ে উঠছি। হ্যাঁ গোল করতে কিছুটা ঘাটতি আছে আমাদের। ফরোয়ার্ডদের মাঝে বিকল্প তেমন কেউ নেই। রাতারাতি তো এটা ভালো হবে না। সময় দিতে হবে। আশা করি আমরা দ্রুতই পথ খুঁজে নেব।’

সারাবাংলা/এফএম

দরিভাল জুনিয়র ব্রাজিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর