Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে আনুষ্ঠানিকভাবে গণরুম বিলুপ্তের সিদ্ধান্ত

ঢাবি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৯

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে আনুষ্ঠানিকভাবে গণরুম বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী ২২ তারিখ থেকে ক্লাস শুরু করার চূড়ান্ত সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এছাড়া, হলের গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ‘গণরুম’ বিশ্ববিদ্যালয় পরিসরে পরিচিত একটি শব্দ। আবাসিক হলগুলোতে চারজনের জন্য বরাদ্দকৃত একটি রুমে ২৮ থেকে ৩০ শিক্ষার্থী গাদাগাদি করে থাকতেন বলে এইধরনের রুমকে ‘গণরুম’ হিসেবে আখ্যা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলেই এমন রুম রয়েছে। ক্ষমতায় থাকা ছাত্রসংগঠন এইসব রুমের হর্তাকর্তা হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা আদায়ে এই রুমগুলো গত একযুগ ধরে পরিচালনা করে আসছিল বাংলাদেশ ছাত্রলীগ।

সারাবাংলা/আরআইআর/ইআ

গণরুম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি