Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৯

খুলনা: খুলনায় নির্মাণাধীন ‘কর ভবন’ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পেরেছেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে পড়ে গিয়ে রাব্বিসহ তিনজন মারা গেছেন। ওরা তিন জন কর ভবনে রড মিস্ত্রির কাজ করতো।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘কর ভবনে নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এমও

শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর