৪ উইকেট নিয়ে কাউন্টিতে সাকিবের স্মরণীয় প্রত্যাবর্তন
স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫
১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরেছেন তিনি। সারের হয়ে সাকিব আল হাসানের এই ফেরাটা হলো দারুণভাবেই। সমারসেটের বিপক্ষে বোলিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন সাকিব।
টনটনে সমারসেটের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নেমেছিল সাকিবের সারে। প্রতিপক্ষের ৩ উইকেট পড়ার পর শুরু সাকিবের জাদুর। সেট হওয়ার ব্যাটার আবেল সাকিবের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন। এরপর আরও তিনটি উইকেট পেয়েছেন সাকিব। ক্যাসি আলদ্রিস, ক্রেইগ ওভারটন ও ব্রেট রান্ডেলকে ফিরিয়েছে তিনি।
প্রথম ইনিংসে মোট ৩৩.৫ ওভার বোলিং করে সাকিব ৯৭ রানে নেন ৪ উইকেট। সারের হয়ে তিনিই ইনিংসে সেরা বোলার। তার ঘূর্ণিজাদুতেই ৯৫.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে যায় সমারসেট।
সমারসেট অলআউট হওয়ার পর আলোকস্বল্পতার কারণে সারে আর ব্যাটিংয়ে নামতে পারেনি।
সারাবাংলা/এফএম