Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১০

মুন্সীগঞ্জ: দখল ও দূষণে বেহাল হয়ে পড়েছে দেশের মৎস্য ও কৃষি ভাণ্ডার হিসেবে খ্যাত আড়িয়ল বিল। এ অবস্থায় বিলটি দখলমুক্ত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার করতে হবে। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে হবে। আড়িয়াল বিলে কোনো ভূমিদস্যু ঢুকতে পারবে না। পুকুর ভরাট বন্ধ করতে হবে। বিলের খালগুলো সংস্কার ও পুনর্খনন করতে হবে, অবৈধ ইটভাটা ভেঙে ফেলতে হবে। আড়িয়াল বিল রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

ব্রিফিংয়ের আগে আড়িয়াল বিল সম্পর্কিত একটি উপস্থাপনা দেখেন দুই উপদেষ্টা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কথাও শোনেন তারা।

আড়িয়ল বিল নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, ‘প্রশাসনের কাজটা কী? ড্রেজার দিয়ে বালু ভরাট হচ্ছে কিন্তু পুলিশ-প্রশাসন জানে না, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না।’ প্রশাসনের সংশ্লিষ্টদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘ড্রেজার যেন আড়িয়ল বিলে আর না আসে।’

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিল দখল করেছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জের চারটি উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই বিলটি দখলমুক্ত করে সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

বিজ্ঞাপন

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিলের জমিতে কোনো আবাসন গড়ে উঠতে দেওয়া হবে না। অবৈধ ভূমিদস্যুদের হাত থেকে বিলকে রক্ষা করতে হবে।’

উপদেষ্টা আদিলুর আরও বলেন, ‘আন্দোলনের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা যেন স্বাভাবিকভাবেই থাকে। এই অবৈধ ভূমিদস্যুদের আক্রমণ ও বালি ফেলে দখল করে নেওয়ার সংস্কৃতি উঠিয়ে দিতে হবে। আমরা এর শুরু করে দিয়ে যেতে চাই।’

জেলা প্রশাসক আবু জাফর রিপন সভায় সভাপতিত্ব করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মুন্সীগঞ্জের পুলিশ সুপার, শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

আড়িয়াল বিল আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা মুন্সীগঞ্জ শিল্প উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর