Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব নিচ্ছেন না মাজেদুর

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৩

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেন ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান।

সোমবার (৯ সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এ সংক্রান্ত চিঠি দিয়েছেন মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মাজেদুর।

এ ব্যাপারে বিএসইসির মুখপাত্র ও পরিচালক ফারহানা ফারুকী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ মাজেদুর রহমানের চিঠি আমরা পেয়েছি। বিএসইসি‘র পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় ডিএসই‘র পরিচালক নিয়োগের ইস্যুটি দ্রুত সমাধান করা হবে।’

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিএসইসির জরুরি কমিশন সভায় মাজেদুরসহ সাত জনকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা সরে যাওয়ার পর শূন্যপদ পূরণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাজেদুল রহমান ছাড়াও ওই পদে মনোনীত হন- আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ।

এছাড়াও সেন্টার অন ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, সিরডাপের পরিচালক (গবেষণা) হেলালউদ্দিন, মেটলাইফ বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করীম ও বাংলাদেশ ব্যাংকের (লিয়েন) চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ইসহাক মিয়াও স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

কে এ এম মাজেদুর রহমান ডিএসই স্বতন্ত্র পরিচালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর