Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত বধের স্বপ্ন দেখছেন শরিফুল

স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৪

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে উড়ছে বাংলাদেশ দল। বাংলাদেশের সামনে এবার শক্তিশালী ভারত। ভারতের মাটিতে টেস্ট ও টি-২০ সিরিজের জন্য এরই মাঝে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগেই শুরু হয়েছে কথার লড়াইও। বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম বলছেন, পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দিতে বধ্য পরিকর তারা।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে শরিফুল বলেছেন, নিজেদের মাটিতে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশও ছেড়ে কথা বলবে না, ‘অভিজ্ঞতার দিক দিয়ে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। আমরা যদি বড় দলের সাথে ভালো খেলি তাহলে সবাই আমাদের দেখবে, আমাদের ফলো করবে। ভারতের বিপক্ষে ভালো করলে আমাদের আরও বেশি ভালো লাগবে। আমরা চেষ্টা করবো যেভাবে অনুশীলন করছি সেভাবে যেন ফলটা আসে। আমরা চেষ্টা করব জয় দিয়ে শুরু করার। একটা ভালো সিরিজ শেষ করার পর সবার মাঝে যে আত্মবিশ্বাস আছে, সেটাই কাজে লাগানোর চেষ্টা থাকবে।’

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে খেলতে হবে এসজি বলে। শরিফুল মনে করেন, নতুন বলের সাথে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ হবে, ‘আমরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। বল একটা ফ্যাক্টর। আমরা কোকাবুরা বলে খেলি, এবার খেলব এসজি বলে। এটার সাথে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি আমাদের জন্য ভালো। এই বলে মানিয়ে নিতে পারলে আমরা একটা ভালো ফলাফল আশা করতেই পারি।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ শরিফুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর