বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বদির ভাতিজা গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৪
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৪
ঢাকা: কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারি শাহজাহান মিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক ইমরান খান এতথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার রাতে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে শাহজাহান মিয়ার হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সারাবাংলা/ইউজে/এমও