Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন সচিবের চলতি দায়িত্বে গোলাম রব্বানী

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫

ঢাকা: আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৮ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ১ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে বদলি করা হয়। তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিচারক মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আইন সচিব গোলাম রব্বানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর