Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬

কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাত তীব্র হচ্ছে দিন দিন। সংঘাতের জেরে মিয়ানমারে বসবাসকারী হাজারো রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানা যায়। সে দেশের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে টেকনাফ সীমান্ত।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান সীমান্তের বাসিন্দারা। এতে তাদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

বিজ্ঞাপন

টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকার জয়নাল উদ্দিন বলেন, ‘শনিবার রাত থেকে বিস্ফোরণের শব্দে ঘুমাতে পারিনি। শুধু আমরা নয়, অনেকের ভয়ে সারারাত নির্ঘুমে কেটেছে।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানিয়েছেন, মিয়ানমারে সংঘর্ষের কারণে শত শত রোহিঙ্গা মারা যাচ্ছে। তাই তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে। কিছু কিছু রোহিঙ্গা ইতোমধ্যে এদেশে চলেও এসেছে বলে জানান রোহিঙ্গা নেতারা। তবে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যার বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।

তারা জানান, রাখাইন রাজ্যে যেখানে (মংডুতে) হামলা হচ্ছে, সেখানে অধিকাংশ রোহিঙ্গাদের বসবাস। তারা নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা আমরা প্রতিহত করছি। সীমান্তে অনুপ্রবেশ ঠেকানার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত।’

সারাবাংলা/এমও

অনুপ্রবেশের চেষ্টা টপ নিউজ রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর