Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে উপাচার্য নিয়োগে ২দিন সময় দিলেন শিক্ষার্থীরা

চবি করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দুইদিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানান শিক্ষার্থীরা।

কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘স্বৈরাচারি শেখ হাসিনার পতনের পর আমরা স্বৈরাচারের দালাল ভিসিকে পদত্যাগে বাধ্য করেছি। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা সেশনজটে পড়তে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিন। তাহলে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা এমন একজন ভিসি চাই, যিনি শিক্ষাবান্ধব, শিক্ষার্থীবান্ধব এবং গবেষক হবেন। আমরা এমন একজন ভিসি চাই যিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নিবেন, সুখ-দুঃখের সঙ্গী হবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে গড়ে তুলবেন। আমরা দুইদিনের আলটিমেটাম দিলাম। এসময়ের মধ্যে ভিসি নিয়োগ না দিলে আমরা কঠোর অবস্থানে যাবো।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন।

সারাবাংলা/এমআর/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর