Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের সিঁড়ির নিচে ম্যাগজিন-গুলিসহ ২টি শটগান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচ ফেলে রাখা অবস্থায় দু’টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দুই অত্যাধুনিক শটগান উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী বাজার এলাকায় একটি মসজিদের সিঁড়ি থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় মুসল্লিরা ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দু’টি অস্ত্র ও গুলি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে দুটি অত্যাধুনিক শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র দু’টি কে বা কারা ফেলে রেখেছিল সেটির বিষয়ে খোঁজ চলছে।

সারাবাংলা/পিটিএম

গুলি টপ নিউজ মসজিদ ম্যাগজিন শটগান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর