ঢাবির ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৯
ঢাবি: চলতি মাসের ২২ তারিখ থেকে ক্লাস শুরুর বিষয়ে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৮ সেপ্টেম্বরে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রাধ্যক্ষদের এক সভায় ২২ তারিখ থেকে ক্লাস শুরু করার পরামর্শটি আসে।
এর আগে, ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে ক্লাস চালুর সম্ভাব্য তারিখ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, চলতি মাসের শেষের দিকে ক্লাস শুরু হবে। ২২ সেপ্টেম্বর এমন একটি তারিখ আলোচনায় এসেছে। সিনেট বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর তারিখ ঘোষণা হবে।
এর আগে, ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হবে।
সারাবাংলা/আরআইআর/ইআ