Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৩

আইভরি কোস্টের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪৫ জন। একটি ট্যাঙ্কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় মিডিয়া এবং উদ্ধারকারীরা এ কথা জানিয়েছে।

উদ্ধারকারী পুলিশ জানায়, শুক্রবার যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত লেনে একটি পেট্রোলভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ইন্ডিকেটর ছাড়াই একটি মালবাহী ট্রাক পার্ক করায় সড়ক সঙ্কুচিত হয়েছিল।

আইভরি কোস্টের উত্তরাঞ্চলের দুটি বড় শহর বোয়াকে এবং কোরহোগোর মধ্যে হাইওয়েতে প্রায় ২৩০০ জিএমটিতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাস এবং ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ভয়ঙ্করভাবে আগুন ছড়িয়ে পড়ে, আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়।

আইভোরিয়ান প্রেস এজেন্সি (এআইপি) নিশ্চিত করেছে, ১৯ জন আহত শিশু কাটিওলা এবং নিয়াকারা শহরের হাসপাতালে ভর্তি হয়েছে।

সারাবাংলা/ইআ

আইভরি কোস্ট সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর