Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু গোসল করাতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩০

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে রাজন মিয়া (২২) নামের যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাজন মিয়া কুবাজপুর (আহমাদাবাদ) গ্রামের আফরোজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকলের দিকে রানীগঞ্জ-কুবাজপুর সড়কের শংকরখালী (গপাইখালী) ভাঙা নামক স্থানে গরুকে গোসল করানোর জন্য পানিতে নামেন রাজন মিয়া। এ সময় স্রোতে ডুবে যান তিনি।

প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, সেখানে আমরা চার জন ছিলাম। রাজন গরুকে গোসল করাতে পানিতে নামার পর হঠাৎ চিৎকার দিয়ে ডুবে যেতে লাগে। তখন আমাদের সঙ্গে থাকা খলিল মিয়া নৌকা দিয়ে রাজনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানিতে তলিয়ে যায় এবং খলিল মিয়া অজ্ঞান হয়ে পড়েন। পরে খলিলকে হাসপাতালে পাঠানো হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, তিন ঘণ্টা উদ্ধার কাজ চালিয়েও ওই যুবককে পাওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

যুবক নিখোঁজ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর