ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২১
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২১
ঢাকা: রাজধানীর ভূতের গলি নর্থ রোডের একটি বাসা থেকে মোস্তফা কামাল উদ্দিন আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে নর্থ রোডের একটি বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি একাই থাকতেন ওই বাড়িতে। তাদের নিজেদের বাড়ি ও তার স্ত্রী অনেক আগে মারা গেছেন। খবর পেয়ে বাইরে থেকে কেচিগেটে ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তার সন্তানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সারাবাংলা/ইআ