নবীকে নিয়ে ‘কটূক্তি’: খুলনার সেই কিশোরের বিরুদ্ধে মামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৫
খুলনা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে উৎসব মণ্ডলের (১৭) বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মো. নাসির হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেছেন।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মামলাটি রেকর্ড হয়েছে। তবে মামলার তথ্য জানাজানি হয়েছেঝ শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান মামলার তথ্য নিশ্চিত করেছেন।
ওসি কামাল হোসেন খান বলেন, প্রাথমিক যাচাই-বাছাই করে অভিযোগটি সাইবার নিরাপত্তা আইনে নথিভুক্ত করা হয়েছে। মামলায় ওই কিশোরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন- নবীকে নিয়ে ‘কটূক্তি’: গণপিটুনির শিকার সেই তরুণ চিকিৎসাধীন
এর এগ গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালে ফেসবুক লাইভ দেখার সময় তাতে কমেন্টে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে উৎসব মণ্ডলের বিরুদ্ধে। উৎসব খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি খুলনা শহরে।
পরদিন ৪ সেপ্টেম্বর বিকেলে কয়েকজন তাকে ধরে নিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনারের কার্যালয়ে (দক্ষিণ) নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে উত্তেজিত জনতা ওই কিশোরকে গণপিটুনি দেয়। পরে সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা কৌশলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বুধবার দিবাগত রাতে জানা যায়, গণপিটুনিতে উৎসবের মৃত্যু হয়েছে। পুলিশও সে তথ্য জানিয়েছিলে। পরে বৃহস্পতিবার সকালে জানা যায়, কিশোরটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি হাসপাতালে চিকিৎসাধীন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরও (আইএসপিআর) এক বার্তায় জানায়, সে শারীরিকভাবে আশঙ্কামুক্ত।
সারাবাংলা/টিআর