খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিখোঁজ
৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯
খুলনা: খুলনায় মো. কদরুল হাসান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোদ্ধা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিখোঁজ কদরুলের স্ত্রী সাঈদা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার স্বামী কদরুল হাসান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের সোনারবাংলা গলির বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা খুলনার তেরখাদা থানাধীন বিরি আজগড়া। আমরা স্বামী-স্ত্রী নগরীর সোনাডাঙ্গার সোনারবাংলা গলিতে ভাড়া বাসায় বসবাস করি। কদরুল খুলনার খালিশপুরস্থ সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। পাশাপাশি নগরীর শেখপাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্ট টাইম চাকরি করেন। সাম্প্রতিক ছাত্র-জনতার গণআন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন অগ্রসেনানী হিসেবেও তার ভূমিকা ছিল অনন্য। বিশেষ করে সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত ত্রাণ সংগ্রহের কাজেও রাত-দিন পরিশ্রম করে নগরীর ময়লাপোতা এলাকায় কাজ করেছেন।’
সাঈদা খাতুন আরও বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আমার স্বামী বাসা থেকে বের হন। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তার সঙ্গে আমার মোবাইলে কথা হলে তিনি জানান যে, আমি বন্যার্তদের ত্রাণের কাজে ব্যস্ত আছি। খুব দ্রুত বাসায় ফিরব। পরে তিনি আর বাসায় ফেরেননি। রাত ১১টার দিকে আমি আমার স্বামীকে ফোন দিলে একবার তার নম্বর খোলা পাই। কিন্তু ফোন রিসিভ করেননি। তার পর থেকে নম্বর বন্ধ। অনেক খোঁজাখুঁজি করেও আমার স্বামীর কোনো সন্ধান পাইনি।’
তিনি বলেন, ‘এর পর আমরা পরিবারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করেছি। সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেছি। কিন্তু তার কোনো সন্ধান পাইনি। সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করি।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া রাতে আবার পুলিশের পরামর্শে কেএমপির খুলনা থানায় আরও একটি জিডি করা হয়। কেননা হারিয়ে যাওয়ার ঘটনাস্থল খুলনা সদর থানা হওয়ায় পুলিশ এমন পরামর্শ দেয়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সেজন্য আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন।’
এমতাবস্থায় পরিবারের অন্যতম সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদরুল হাসানের সন্ধান পেতে প্রশাসনের তথা বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
সারাবাংলা/পিটিএম