Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৭

রাজশাহী: জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বর্তমানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে । আমরা এমন কোনো কাজ এই মুহূর্তে করতে চাই না যেটি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

ধর্মীয় উপাসনালয় হামলার প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, ক্রিমিনাল। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। এ ছাড়াও দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদরাসার ছাত্রদের পূজার সঙ্গে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। মাদরাসার ছাত্ররা কোনো ধরনের জঙ্গিবাদের সঙ্গে ছিল না। এটা আগের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার।’

বাংলাদেশ ক্রিকেট দলের ওপর হিন্দু মহাসভার হামলার আশঙ্কার খবরে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের ওপর ভারতে হামলার খবর শুনছি। যেহেতু বিসিবি আছে, তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে।’

তিনি আরও বলেন, ‘পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। এ সরকার সকলের সরকার, সবার নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অন্তর্বর্তী সরকার জাতীয় সঙ্গীত টপ নিউজ ড. আ ফ ম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা বিতর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর