Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০২

বরিশাল: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাইদুর রহমান স্বপন (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে। তিনি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তবে অনেকদিন ধরে তিনি জামিনে ছিলেন বলে জানায় পুলিশ।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনের হাত ও পায়ের রগ কেটে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুপুর সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যা ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল জানান, নিহত স্বপন অতীতে যুবলীগ নেতা ও আওয়ামী লীগের কর্মী ছিলেন। তবে বর্তমানে তিনি দলের কোনো পদে ছিলেন না।

সারাবাংলা/ইআ

কুপিয়ে হত্যা ঝালকাঠি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর